আমিঃ তোরা যে সারাদিন ধর্মের সমালোচনা করিস। তোরা কি জানিস যে - 'নাস্তিকতাও একটা ধর্ম।'
ভাগ্নেঃ কিভাবে?
আমিঃ কারণ নাস্তিকরাও তো বিশ্বাস করে যে 'সৃষ্টিকর্তা নেই'।
ভাগ্নেঃ ও আচ্ছা। তা মামা তোমার শখ কি? মানে অনেকে শখের বসে বাগান করে, কেউ কয়েন সংগ্রহ করে। তুমি কি করো?
আমিঃ আমার শখ ডাকটিকেট সংগ্রহ করা। আমার কাছে দেশ বিদেশের অনেক রকমের ডাকটিকেট আছে। তোর?
ভাগ্নেঃ আমার শখ 'ডাকটিকেট সংগ্রহ না করা'।
আমিঃ ধুর। আমার সাথে মশকরা করিস? 'সংগ্রহ না করা' আবার শখ হয় কিভাবে?
ভাগ্নেঃ মশকরা করছিলাম। আমার শখ আসলে 'ভ্রমণ না করা'।
আমিঃ ভ্রমণ করা শখ হতে পারে। 'ভ্রমণ না করা' শখ হয় কিভাবে?
ভাগ্নেঃ 'বিশ্বাস না করা' বিশ্বাস হয় কিভাবে? 'বিশ্বাস না করা' যদি বিশ্বাস হতে পারে তাহলে 'ডাকটিকেট না জমানো', 'ভ্রমণ না করা' শখ হতে পারবেনা কেন? বিশ্বাস করেনা বলেই তো একজন নাস্তিক হয়। তাহলে তার নাস্তিকতা আরেকটা বিশ্বাস হয় কিভাবে?
আমিঃ আচ্ছা চল কিছু খেতে খেতে কথা বলি। চা, সিঙারা, সমুচা কি খাবি বল।
ভাগ্নেঃ না মামা। আমার শুধু 'সিগারেট না খাওয়ার' নেশা আছে।
আমিঃ আবার ইয়ার্কি করছিস? 'না খাওয়ার নেশা' কিভাবে হয়?
ভাগ্নেঃ কি বলছো? না খাওয়ার নেশা হয়না? তাহলে বিশ্বাস না করা ধর্ম কিভাবে হয়? নাস্তিকতা হচ্ছে বিশ্বাসের অনুপস্থিতি। তাহলে নাস্তিকতা ধর্ম কিভাবে হয়?
ধরো তোমার টিভিতে ক্যাবল লাইনে সমস্যার কারণে কোন চ্যানেলই আসছেনা। তাহলে টিভিতে কোন চ্যানেল না আসাটাও কি একটা চ্যানেল? নাকি সিগনালের অনুপস্থিতি? তাহলে বিশ্বাস না করাটা একটা বিশ্বাস কিভাবে হয়? নাস্তিকতা একটা ধর্ম কিভাবে হয়?
আমিঃ কিন্তু ওয়াজে হুজুররা যে বলে.........
Nafis Sadique Shatil
নাফিস সাদিক শাতিল

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন