দাঁতভাঙা জবাবের জন্য গুরুত্বপূর্ণ কিছু রিপ্লাই টেমপ্লেট


না-স্তি-কদের পোস্টে অনেক আস্তিক ভাইয়েরা ঘুরেফিরে একই কমেন্ট প্রতিদিন করেন। তাদের সুবিধার্থে তাদের করা কমেন্টগুলো একসাথে এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে পছন্দের যেকোন মন্তব্য না-স্তি-কদের পোস্টের নিচে অতি সহজেই কপি পেস্ট করে তাদের দাঁতভাঙা জবাব দিয়ে আসুন।


১। এটা তো রুপক অর্থে বলা হয়েছে।

২। এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তিনি আমাদের এটা বোঝার ক্ষমতা দেননি।

৩। এই অনুবাদ ভুল। নাসারাদের টাকা খেয়ে অনুবাদ করা।

৪। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। তখনকার আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

৫। আসলে বিশ্বাস না থাকলে এসব বলে লাভ নাই। আপনাকে বিশ্বাস করতে হবে।

৬। ধর্মগ্রন্থ সত্য কারণ সৃষ্টিকর্তা বলেছেন। সৃষ্টিকর্তা সত্য কারণ ধর্মগ্রন্থেই স্পষ্ট লেখা আছে।

৭। যেহেতু আপনি জানেননা এর আগে কি ছিল তাই আমার দাবী সঠিক।

৮। এটা যে ঘটেনি তার প্রমাণ কি? স্রষ্টা নেই তার প্রমাণ কি? চাঁদ দুভাগ হয়নি তার প্রমাণ কি? সুতরাং আমার দাবী সঠিক।

৯। এই নদীনালা গাছপালা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ।

১০। অমুক সহিহ ধার্মিক নয়। 

১১। অমুক তমুকে আমার ধর্ম গ্রহণ করেছে। সুতরাং আমার ধর্ম সঠিক।

১২। অমুক বিজ্ঞানী ধার্মিক ছিল। তুমি কি তার চেয়ে বেশি জানো?

১৩। এটা দিয়ে আসলে এটা বোঝাইনি। ওটা দিয়ে আসলে সেটা বোঝাইনি। আপনি কিছুই জানেননা।

১৪। কাফেরদের অন্তরে তালা মারা। তাই তারা সত্যকে অস্বীকার করে। 

১৫। তুমি আমার ধর্মের কি জানো? আমার ধর্ম নিয়ে কথা বলার সাহস হয় কি করে? সত্যিকারের না-স্তিকেরা আমার ধর্মের সমালোচনা করেনা।

১৬। কোন কিছু একা একা তৈরী হতে পারে? কাঠ থেকে টেবিল কেন তৈরী হয়না?

১৭। বর্তমান বানরগুলো কেন মানুষ হচ্ছেনা?

১৮। বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে আর পবিত্র কিতাবে ১৪০০ বছর আগেই সেটা বলেছে।

১৯। আরবিতে অমুক শব্দের আরো ১০ টা অর্থ হয়। আপনি ভুল অর্থ ব্যবহার করছেন।

২০। আপনার কি মনে হয় পৃথিবীর ১৭০ কোটি মানুষ ভুল?

২১। আপনার বাবাই যে আপনার বাবা তার প্রমাণ কি?

২২। আপনার ব্যাখ্যা ভুল। আপনি কিছুই বোঝেননা, জানেননা। আগে ইতিহাস জেনে আসুন। প্যারাডক্সিকাল সাজিদ পড়ুন।

২৩। আপনাকে আগে আরবি ভাষা শিখতে হবে।

২৪। এসব করে ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া যাবেনা।

২৫। আপনি কাপড় পরেন কেন? আপনি ভাত খান কেন? আপনি অক্সিজেন গ্রহণ করেন কেন?

২৬। ৬ বছর মানে ৬ বছর নয়। মারধোর করা মানে আসলে মারধোর নয়, আদর করা। ক-ল্লা ফেলানো মানে আসলে ক-ল্লা ফেলানো নয়, চুমু খাওয়া।

২৭। দালালী করে কয় টাকা পান? 

২৮। বিবর্তন তো একটা থিওরী মাত্র। এটার কোন ভিত্তি নেই। 

২৯। আপনি কি নাস্তিক? নাকি অমুকধর্মবিদ্বেষী?

৩০। মরার পর বুঝবেন। তখন মজা টের পাবেন।

৩১। নাস্তিক হয়ে মুসলিম নাম নিয়ে আছেন কেন? আগে নাম পাল্টান।

৩২। আরবে ৬/৯ বছর বয়সেই মেয়েরা বিবাহযোগ্য হয়ে যায়।

৩৩। হুজুরদের সমালোচনা করার আগে ভাবুন, মরার পর জানাজা কে পড়াবে?


© নাফিস সাদিক শাতিল

Nafis Sadique Shatil

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন