সহিহ মুসলমানের খোঁজে




:নাস্তি'করা অহংকারী। তারা মনে করে পৃথিবীর প্রায় ২০০ কোটি মুসলমান সবাই ভুল। 

: তার মানে আপনি মনে করেন তাদের সবার বিশ্বাস সঠিক? তা ভাই আপনি কি সহিহ মুসলমান নাকি গায়রে সহিহ মুসলমান?

: অবশ্যই সহিহ মুসলমান।

: আচ্ছা। তা আপনি কি শিয়া নাকি সুন্নী?

: সুন্নী।

: তাহলে আপনি কি শিয়াদের মুসলমান মনে করেন না?

: অবশ্যই না। তারা কিভাবে মুসলমান হয়?

: তার মানে আপনি মনে করেন ২০-২৫ কোটি শিয়ার বিশ্বাস ভুল?

: হ্যা। 

: আচ্ছা। তাহলে যেহেতু আপনি সুন্নী। তাহলে আপনি কোনটা? রাফেযী, খারেজী, মুতাজিলা, জাব্রিয়া নাকি কাদ্রিয়া?

: আমি কোনটাই মানিনা। আমি একমাত্র আল্লাহ ও তার রাসূলের সুন্নাহ মানি।

: ও তার মানে তারা সবাই ভুল?

: হ্যা। তারা ভ্রান্ত পথে আছে।

: আচ্ছা ভাই। তা আপনি কি মাযহাবী? নাকি লা মাযহাবী? মাযহাবী হলে কোন মাযহাবের? হানাফি, মালেকি, শাফেয়ী নাকি হাম্বলি?

: আমি হানাফী মাযহাবের।

: ও তাহলে বাদবাকি তিন মাযহাব কি দোষ করলো?

: তারা বিপথগামী। 

: ও আচ্ছা। তাহলে ভাই বাংলাদেশে তো হানাফী মাযহাবের অনেক গুলো শাখা আছে। আপনি কোনটা? জামায়াত তাবলীগ হেফাজত চরমোনাই? আচ্ছা ভাই আপনার ত্বরিকা কি? নক্সবন্দিয়া কাদেরিয়া মুজাদ্দেদিয়া চিশতিয়া নাকি মাইজভান্ডারিয়া?

: ভাই আমি কোনটাই মানিনা। এদের আক্বিদায় অনেক ভুল আছে।

: ও। তার মানে আপনি নিশ্চয়ই পীর মানেন। কোন পীর মানেন? চরমোনাই, আটরশি, ফুরফুরা, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, চন্দ্রপুরী, এনায়েতপুরী নাকি সায়দাবাদী?

: ভাই এটা ভ্রান্ত ইসলাম। এসব বেদআত। এরা কেউই সহিহ মুসলিম নয়।

: তাহলে ভাই বো*&কো হারাম, জঈ*শ ই মোহাম্ম+দ, হিজ*বুল মুজাহি()দিন, হিজবু%ল্লাহ, আনসারু&%ল্লাহ, হিজ**বুত তাহরি#র, হর%কা*তুল জি;হাদ, আ;ল কা;য়দা, আই-'সিস এদেরকে নিশ্চয়ই আপনি সহিহ মুসলমান মনে করেন?

: না ভাই। এরা কোরান হাদিসের অপব্যাখ্যা করে। এদের আকিদা ভুল।

:থামেন ভাই। আপনি যেই হারে সবাইকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন তাতে কিছুক্ষণ পর আপনি আর আল্লাহর বন্ধু ছাড়া আর কেউই মুসলমান থাকবেনা। একটু আগেই তো আপনি বললেন পৃথিবীতে নাকি ২০০ কোটি মুসলমান। 

: নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। নাস্তিকদের সাথে তর্ক করাই বৃথা। এরা পৃথিবীর ২০০ কোটি মুসলিমের বিশ্বাসে আঘাত করে।

: আবার সেই ২০০ কোটি। তা ভাই আপনি শিয়া না সুন্নী?


Nafis Sadique Shatil

নাফিস সাদিক শাতিল

মন্তব্যসমূহ