মামা-ভাগ্নে: হিউম্যান মিল্ক ব্যাংক




 ফেসবুকে এক ডাক্তারের ভিডিও দেখিয়ে বললাম, "তোরা তো হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের কথা বলিস। এই দেখ এই ডাক্তার প্রমাণ করে দিচ্ছে যদি দুধ মায়ের সন্তানদের মধ্যে বিয়ে হয় তাহলে কত বড় সর্বনাশ হবে। যদি কোন শিশু কোন মহিলার দুধ পান করে তাহলে 'রিভার্স ট্রান্সক্রিপশন' প্রক্রিয়ায় সেই শিশুর আরএনএ গুলো ধীরে ধীরে ঐ মায়ের অন্য সন্তানদের ডিএনএ এর মত হয়ে যায়। কি ভয়ংকর ব্যাপার। এদের মধ্যে বিয়ে হলে তো বাচ্চাকাচ্চার শারীরিক সমস্যা হয়ে যাবে। এইজন্য দুধ ভাই দুধ বোনদের ভেতর বিয়ে নিষিদ্ধ।"


এসব কথা শুনে ভাগ্নে বলল, "মামা তুমি কি ছোটবেলায় গরুর দুধ খেয়েছো?"


আমি বললাম, "খাবোনা কেন? অবশ্যই খেয়েছি।"


ভাগ্নে বলল, "ঐ ডাক্তারের যুক্তিতে তোমার আরএনএ গুলো রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ধীরে ধীরে গরুর বাছুরদের ডিএনএর মত হয়ে গেছে। এইজন্যে এইসব এন্টারকোটিক বিজ্ঞানীদের ভিডিও দেখে গরুর সদ্য ভূমিষ্ঠ বাছুরের মত লাফাচ্ছো। অনেক রাত হয়েছে যাও খড় ভুষি খেয়ে জাবর কেটে ঘুমিয়ে পড়ো।"


লজ্জায় অপমানে ভাগ্নেকে অনেক কিছু বলতে গেলাম। কিন্তু গলা দিয়ে 'হাম্বা'র মত একটা আওয়াজ বের হল।


Nafis Sadique Shatil

নাফিস সাদিক শাতিল

মন্তব্যসমূহ