খেজুর খেতে খেতে ভাগ্নেকে বললাম, "দেশে সহশিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া উচিত। ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে যাওয়ার ফলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। ফলে সমাজে জিনা, ব্যাভিচার, ধর্ষণ বাড়ছে। এসব প্রতিষ্ঠান জিনার কারখানা। জরুরীভিত্তিতে এসব স্কুল কলেজ বন্ধ হওয়া দরকার।"
ভাগ্নে বললো, "মামা, তাহলে একই যুক্তিতে তো শুধুমাত্র ছেলেদের স্কুলও বন্ধ হওয়া উচিত। কারণ ছেলেরা ছেলেদের কাছাকাছি থাকার ফলে সমলিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আবার গার্লস স্কুল, মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা গুলোতে মেয়েরা মেয়েদের কাছাকাছি থাকার ফলে তাদেরও সমলিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। ফলে সমাজে সমকা/মিতা বেড়ে যেতে পারে। তাইনা? তোমার যুক্তি অনুযায়ীই বললাম।"
আমি রেগে গিয়ে বললাম, "তুই আসলে কি বলতে চাস?"
"তোমার যুক্তি অনুযায়ী জিনা-ধর্ষণ ঠেকাতে যদি ছেলে-মেয়ে সহশিক্ষা বন্ধ করে দিতে হয়, তাহলে তো স'ম:কা*মিতা ঠেকাতে কওমী মাদ্রাসা, হেফজখানা, ছেলেদের স্কুল, বালিকা বিদ্যালয়, মহিলা মাদ্রাসা, মাদ্রাসার আবাসিক হোস্টেলগুলোও তো বন্ধ করে দেয়া উচিত। সহশিক্ষা যদি জিনার কারখানা হয়, তাহলে নারী-পুরুষ পৃথক শিক্ষা তো সমকা/মের কারখানা। তুমি কি ছেলে মেয়ে ফ্রি মিক্সিং বন্ধ করতে গিয়ে সমকা মি'তাকে প্রোমোট করে ফেলছো না? নাউজুবিল্লাহ।", ভাগ্নে বললো।
ভাগ্নের যুক্তি শুনে মুখ থেকে বিচি বেরিয়ে নিচে পড়ে গেলো। খেজুরের বিচি।
Nafis Sadique Shatil
নাফিস সাদিক শাতিল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন