ইলিশ মাছে ইলুমিনাতি!



এই যে ইলিশ মাছের আকাশ ছোয়া জনপ্রিয়তা এর পেছনের কারণ সম্পর্কে কেউ কি ভেবে দেখেছেন? কি কারণে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল? এর পেছনে কোন ষড়যন্ত্র নেইতো? ঘটনার পেছনে আর কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখতেই বেরিয়ে এল আসল তথ্য।


ইলিশ মাছের এই তুমুল জনপ্রিয়তার পেছনে হাত রয়েছে ইলুমিনাতির। লক্ষ্য করলেই দেখবেন ইলিশ মাছের মাথাটা প্রায় ত্রিকোণাকার। মাঝখানে রয়েছে চোখ। মিল পাচ্ছেন? হ্যা। একদম ঠিক যেন ইলুমিনাতির লোগোর মত। এছাড়াও বাংলায় 'ইলিশ' লিখতে তিনটি বর্ণ লাগে। এটাতেই পরিষ্কার বোঝা যায় এই মাছ ইলুমিনাতির সদস্য। এছাড়াও ইংলিশে 'ilish' এর লেটারগুলোর সংখ্যাক্রমগুলো যদি যোগ করি তাহলে দাড়ায়ঃ

i+l+i+s+h= ৯+১২+৯+১৯+৮= ৫৭


৫৭ সংখ্যাটি ৫ ও ৭ দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। ৫ ও ৭ যোগ করলে দাড়ায় ১২। 

১২ সংখ্যাটি ১ ও ২ দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। ১ ও ২ যোগ করলে দাড়ায় ৩। 


সেই ৩। যা দিয়ে ইলুমিনাতির তিনটি বাহুকে নির্দেশ করে। ইলুমিনাতিরা সুকৌশলে সবার ঘরে ঘরে ঢুকে পড়ছে। তাই সাবধান হোন। ইলুমিনাতির চক্রান্ত রুখে দিন। ইলিশ খাওয়ার আগে ১০ বার ভাবুন। ইলিশের নাম উচ্চারণের আগে ২০ বার ভাবুন।


Nafis Sadique Shatil

নাফিস সাদিক শাতিল

মন্তব্যসমূহ