ভাগ্নেকে বাম পাশের চিত্রটি দেখিয়ে বললাম, "মাশাল্লাহ। কত সুন্দর দৃশ্য। বড় হুজুর বাল্ব ঠিক করছে আর ছোট ছোট কোরানের পাখিগুলো কোরান শরীফ উঁচু করে ধরে রেখেছে যাতে সেটা বড় হুজুরের পায়ের থেকে বেশি উচ্চতায় থাকে। দারুন। দেখেই মনটা ভালো হয়ে গেলো। মনের অজান্তেই চোখদুটো অশ্রুসিক্ত হয়ে গেল। এটাই তো প্রকৃত শিক্ষা। এটাই তো পবিত্র কুরানকে ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তুমি এই কোরানের পাখিগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও এবং নেক হায়াৎ দান করো। আমিন।"
ভাগ্নে বললো, "কিন্ত মামা। এই হুজুর আর বাচ্চাগুলো যদি একতলায় অবস্থান করে তাহলে যারা দোতলা, তিনতলায় অবস্থান করছে তাদের কি হবে? তারা কি তাদের অজান্তেই গোনাহগার হচ্ছেনা? আবার পৃথিবীও সমতল নয়। যেহেতু পৃথিবী কমলালেবুর মত গোলক আকৃতির তাই পৃথিবীর প্রতিটি অবস্থানের বিপরীতে আরেকটি স্থান রয়েছে। যাকে বলা হয় এন্টিপড। সেই এন্টিপড স্থানটিকে প্রথম স্থানের সাপেক্ষে পায়ের নিচেই বলা যায়। যেমন চট্টগ্রামের এন্টিপড বা প্রতিপাদ স্থানের খুব কাছাকাছি জায়গা হল পেরুর পারাকাস নামক শহর। পারাকাস শহরে বসে কেউ যদি কোন পবিত্র গ্রন্থ পাঠরত অবস্থায় থাকে, তাহলে চট্টগ্রামে অবস্থানরত ব্যক্তির সরাসরি নিচে চলে আসছেন উনি। তাহলে মহাপবিত্র কিতাবকে সম্মান প্রদর্শন করতে কি উপায় অবলম্বন করতে পারি?"
ভাগ্নের কথা পুরোটাই মাথার উপর দিয়ে গেলো। কিছুই বুঝতে পারলাম না। আমার কনফিউশন বুঝতে পেরে ভাগ্নে আমাকে দ্বিতীয় ছবিটি দেখিয়ে বুঝিয়ে বললো, "দ্বিতীয় চিত্রে কোন ব্যক্তি যদি A চিহ্নিত স্থানে দাড়িয়ে থাকেন তাহলে ধরে নিলাম তার এন্টিপড হবে B চিহ্নিত স্থানের কাছাকাছি কোন স্থান। তাহলে A চিহ্নিত স্থানে দাড়িয়ে কেউ কিভাবে B চিহ্নিত স্থানের কোন কিছুকে তার পায়ের থেকে উপরে রাখতে পারে? নিশ্চয়ই ইসলামে এর সুন্দর সমাধান দেয়া আছে। এই সমস্যার সমাধান দিতে পারলে লক্ষ লক্ষ মুসলমানের উপকার হবে।"
ভাগ্নের যুক্তি অনুযায়ী ঈমান রক্ষার্থে পৃথিবী ছেড়ে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় দেখছিনা।
Nafis Sadique Shatil
নাফিস সাদিক শাতিল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন