একজন শি-শু ধ-র্ষ*ক ইমাম ও ইসলামের আসল রুপ

 


সাতক্ষীরায় এক ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের ঈমাম হাফেজ আব্দুল্লাহ সরদার। পুরো নিউজটা দেখার সাহস আমার হয়নি। বাচ্চাটার ভাঙা ভাঙা শব্দে ধর্ষণের বর্ণনা শুনে ঐ মুস-লিম ধর্ষ*ককে পৃথিবীর অন্যতম নিষ্ঠুর নৃশংস বর্বর বলে মনে হয়েছে। সত্যি বলতে একদিন বয়সী কোন শিশুকন্যাও এসব প্রাক্টিসিং ধ-র্ষ-ক মুস-লিমদের কাছে নিরাপদ নয়, সে যদি তার আত্মীয়ও হয়।


কোন মু-স-লিম বংশদ্ভূত বিজ্ঞানী যদি জীবনে কোরান হাদিসের ধারেকাছে না ঘেঁষেও 'মুস-লিম বিজ্ঞানী' উপাধি পেতে পারে, যদি কোন মুস-লি-ম বংশদ্ভূত ফুটবলার হারাম ফুটবল খেলেও 'মুস-লিম ফুটবলার' হিসেবে স্বীকৃতি পেতে পারে, তাহলে এই ধর্ষ*ককে অবশ্যই 'মুস-লি-ম ধর্ষ*ক' বলাই যাই। যেনতেন মুস"লিম নয়, তিনি একাধারে 'হাফেজ এবং ঈমাম'। অর্থাৎ একদম 'আদর্শ মুস-লি-ম ধ*র্ষক'।


আচ্ছা এই ধ-র্ষ-ক কি জান্নাতে প্রবেশ করবে? উত্তর হলো অবশ্যই করবে। কারণ সে ধ-র্ষ-ক হলেও তার আল্লাহর প্রতি ঈমান আছে। ঈমানদার ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ অপরাধী হলেও সে একসময় জান্নাতে ঢুকবে। 


দুনিয়ায় যদি এই মুস-লিম ধর্ষ*ক সাজা না পায়, তাহলে সে কি পরকালে এই অপরাধের সাজা পাবে? উত্তর হলো- এটা নিশ্চিত নয়, কারণ আল্লাহ তার সাথে শিরক ব্যতীত সকল গোনাহ মাফ করে দিতে পারেন। যাকে খুশি তাকে ক্ষমা করতে পারেন। এমনকি এই দ্বীনদার ধ-র্ষ*ক হজ্জ করে অতীতের সমস্ত গোনাহ থেকে মাফ পেয়ে যেতে পারেন।


এই হাফেজ এবং ঈমাম একজন পাকা মুসলিম। সে খুব ভালো করেই জানে, আল্লাহর আইনে তার কোন শাস্তিই হবে না। ইসলামি আইনের ফাঁকফোকর তার জানা। এজন্য পৃথিবীর যত চোর-বাটপার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী-ডাকাত, খুনী-ধর্ষ"কসহ বেশিরভাগ অপরাধীদের পছন্দের ধর্ম হলো ইস-লা+ম। 


আর এসব চোর স-ন্ত্রা"সী খুনীদের মিলনমেলার নাম হলো 'হজ্জ্ব'। হজ্জ্বে এসব মুস+লিম ক্রিমিনালদের পাপ কাটানো হয়। কাবাকে তাওয়াফ করার সময় আপনি একসাথে যতজন অপরাধী দেখতে পাবেন পৃথিবীর কোন জেলে আপনি একসাথে এতো অপরাধীকে দেখতে পাবেননা। সব ক্রিমিনালদের আখড়া ওখানে। সব বলাৎ-কা-রী, ধর্ষক, খু*নী, ঘুষখোর, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রা-সীরা সেখানে যায় নিজেদের অতীতের পাপের শাস্তি থেকে বাঁচতে। 


৫ বছরের শিশু ধ-র্ষ"ক এই মু-স+লিম ভাইটিও হয়তো হজ্জ্ব করে সদ্য জন্ম নেয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। হয়তো আবার ঈমামতি করবে। তার পেছনে হাজার হাজার মুসলিম সেজদাহ দিবে। এই ধর্ষ-কের কাছে দোয়া চাইবে হাদিয়া দান করবে। দাওয়াত করে খাওয়াবে। ঘরে ঢুকে শিশুকে ধ-র্ষ-ণ করে আসা ধ-র্ষ-ক ঈমামটি হয়তো কোন এক জুম্মার বয়ানে ইসলামে নারীর সম্মান আর নারীদের ঘরে অবস্থানের ফজিলত নিয়ে আলোচনা করবে। এই বয়ান শুনে ধ-র্ষ-কের সামনে পালে পালে বসে থাকা মাথায় ঢাকনাওয়ালা মুরিদেরা একযোগে বলে উঠবে, "আলহামদুলিল্লাহ।"


হ্যা। এটাই ইসলাম। এটাই ইসলামের ক-দ-র্য-তা।


NAFIS SADIQUE SHATIL

নাফিস সাদিক শাতিল

মন্তব্যসমূহ