#NoHijabDay



যেকোন দিবস পালন করা মুস-লমানদের জন্য হারাম হলেও, তাদের পক্ষে যায় এমন দিবস পালন করা তাদের জন্য আরাম। আজ বিশ্বের মুস-লমানরা পালন করছে বিশ্ব হিজাব দিবস। বিভিন্ন বাংলাদেশী পত্রিকায় ফলাও করে প্রচার হচ্ছে এই খবর। কমেন্টে দেখবেন 'আলহামদুলিল্লাহ'র সাইক্লোন বয়ে যাচ্ছে। 


কিন্তু এই ভন্ডের দলই বছরের অন্যান্য সময় 'দিবস পালন হারাম' বলে প্রচার করবে। এমনকি বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও হুজুরেরা যেকোন মূল্যে মানুষের অংশগ্রহণ কমাতে হাদিস কোরান ইজমা কিয়াস ঘেটে ফতোয়া বের করবে। কিন্তু 'বিশ্ব হিজাব দিবস' পালনের বিরুদ্ধে কোন হুজুর মোল্লা ওয়াজী কাউকেই কোন কথা বলতে শুনবেননা। বিশ্বের সবচেয়ে বড় ভন্ড প্রতারক মিথ্যাবাদী হলো বাংলাদেশী মডারেট মুস*ল-মানরা। 


যাইহোক বিশ্ব হিজাব দিবসের প্রতিবাদস্বরুপ কানাডিয়ান নারীবাদী এক্টিভিস্ট ইয়াসমিন মোহাম্মদ ২০১৮ সালের এই দিনে নো হিজাব ডে ক্যাম্পেইন শুরু করেন। এই প্রতিবাদটা জরুরী।


#NoHijabDay

মন্তব্যসমূহ