ভাগ্নে বললো, "মামা, পৃথিবীর সবচেয়ে উ-গ্র, অশিক্ষিত, হিং-স্র, বর্বর, আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন, বিজ্ঞানবিমুখ জাতিটা হলো মু......."
'মু' বলার সাথে সাথে আমি বুঝে নিলাম ও কি বলতে চাচ্ছে।ওকে থামিয়ে দিয়ে ঝাড়া ১০ মিনিট ওর নাস্তিকতা আর নাস্তিক গুরুদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করলাম। ঝাড়ি খেয়ে ভাগ্নে বললো, "মামা, তোমার বুঝতে ভুল হয়েছে। তুমি তো আমার কথাটাই শেষ করতে দিলেনা। পৃথিবীর অন্যতম উ-গ্র, অশিক্ষিত, হিং-স্র, বর্বর, আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন, বিজ্ঞানবিমুখ জাতিটার নাম হলো মুরসি। মুরসিদের বাস পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। তুমি পুরো কথাটা না শুনেই আমাকে এত বকাঝকা করলে। এটাই তোমাদের সমস্যা। নিজেরা পড়াশোনা তো করবাই না, কেউ কিছু বলতে গেলেও পুরোটা না শুনে চিৎকার জুড়ে দিবা। আর সবকিছু নিজেদের গায়ে টেনে নেয়াটা তোমাদের স্বভাব।"
ভাগ্নের কথা শুনে বোকা বনে গেলাম। অহেতুক ছেলেটাকে বকাঝকা করলাম ভেবে মন খারাপ হয়ে গেলো। ওর মন ভালো করতে দোকান থেকে আইসক্রিম কিনে আনলাম। আইসক্রিম খেতে খেতে ভাগ্নে বললো, "তবে মামা, তুমি যেইটা ভেবেছিলে ঐটাও সঠিক।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন