নবী যা করেননি, আমি সেটা করবো কেন?



: কোরআনই একমাত্র সত্য। বাকি সব মিথ্যা।


: আমার এই বিষয়ে কিছু প্রশ্ন আছে। মহানবী (সাঃ) নবুয়্যত পান ৪০ বছর বয়সে। তো ৪০ বছর বয়সের আগে তার কাছে ঐ এলাকার আব্রাহামিক ধর্মের প্রচারকরা (যেমন- ইহুদি খ্রিষ্টান) নিশ্চয়ই তাদের ধর্মের বাণী (তাওরাত, ইঞ্জিল) পৌছে দিয়েছিলেন। তিনি কি সেগুলো মেনে নিয়েছিলেন?


: না। সেসব ধর্মগ্রন্থগুলো তো বিকৃত হয়ে গিয়েছিল।


: ওসব ধর্মগ্রন্থগুলো যে বিকৃত হয়ে গিয়েছিল সেটা তো নবী(সাঃ) জানতে পারলেন কুরান নাজিলের সময়। তার আগে তো তিনি জানতেন না যে ঐ কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে। তাইনা?


: হ্যা।


: ইহুদি খ্রিষ্টানদের কিতাবও তো আল্লাহর পাঠানো কিতাব। নাকি?


: হ্যা।


: নবুয়্যত প্রাপ্তির আগে তিনি কি ঐ ধর্মগ্রন্থগুলোকে সত্য বলে মেনে নিয়ে ঐ সকল ধর্ম গ্রহণ করেছিলেন? 


: না।


: তারমানে তিনি ঐসব ইহুদি খ্রিষ্টানদের কিতাবে অন্ধভাবে বিশ্বাস করেননি। তাইতো?


: ঠিক বলেছেন। 


: তাহলে আপনি কি চান আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রাসূলেপাক হযরত মুহম্মদ (সাঃ) এর আদর্শ ত্যাগ করে কোন কিতাবে অন্ধভাবে বিশ্বাস করা শুরু করি?


: না। একদম না।


: চমৎকার। তাহলে আপনি আমাকে একটি নির্দিষ্ট কিতাবকে সৃষ্টিকর্তা প্রেরিত মানতে বলছেন কেন? কেন সেটায় অন্ধভাবে বিশ্বাস স্থাপন করতে বলছেন?


: কারণ কোরআনই একমাত্র সত্য। বাকি সব মিথ্যা।


[আবার উপর থেকে পড়ুন।]


নাফিস সাদিক শাতিল

Nafis Sadique Shatil

মন্তব্যসমূহ